গণরোষের ভয়ে ১৪ দলীয় জোটের কোনো দলই নামছে না মাঠের কর্মসূচিতে। ১৯ বছরের পরম রাজনৈতিক আত্মীয়তায় ঘাটবাঁধা জোটের শীরক দলগুলো জুলাই বিপ্লবের পর চুপচাপ থাকলেও ভিন্ন ছদ্মাবরণে বিপ্লবের মধু আহরণে দেড় শতাধিক সংগঠনের দোকান নিয়ে মাঠে সক্রিয় গণআজাদী লীগের নেতারা।